সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

​​​​​​​সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩০| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৯
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় মো. মজনু মিয়া (৪৮) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৯টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ সড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে।

ঘটনায় অটোচালক শাওনকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি নাসিকের ৬নং ওয়ার্ড পূর্ব শিমুলপাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় সবজি বিক্রেতা মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঢাকা টাইমসকে বলেন, ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা