লরির ধাক্কায় প্রাণ গেল ৪ ক্রিকেটারের

ক্রিকেট ম্যাচ খেলতে টেম্পো করে যাচ্ছিলেন এক দল ক্রিকেটার। কিন্তু ম্যাচ খেলা আর হয়নি তাদের। মাঠে যাওয়ার সময়ই তাদের টেম্পোতে ধাক্কা মারে একটি লরি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চার জনের। গুরুতর আহত হন আরও ১০ জন।
রবিবার এই সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের অমরাবতিতে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, অমরাবতি শহর থেকে ২১ জনের একটি ক্রিকেট দল টেম্পোতে করে ইভাতমাল যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে টেম্পোটি নন্দগাও খণ্ডেশ্বর তালুকার সিঙ্গনাপুর এলাকায় একটি লরি ধাক্কা মারে টেম্পোতে। এতেই চার ক্রিকেটার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও ১০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মরদের দেহ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে পুলিশ।
অমরাবতি পুলিশ সুপার বিশাল আনন্দ বলেছেন, এই দুর্ঘটনায় প্রাণ হারানো চার ক্রিকেটার হলেন- শ্রীহরি রাউত, জুশ বাহালে, সুইয়াশ আম্বারতে ও সন্দেশ পাদার। ঘাতক লরির চালককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এমআর)

মন্তব্য করুন