‘দেশপ্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন জিএম কাদের

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫১| আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৩
অ- অ+

মেজর (অব.) সিকদার আনিসুর রহমানের লেখা ‘দেশপ্রেমিক’ বইটির মোড়ক উন্মোচন করেছেন বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার বিকাল সাড়ে ৪টায় অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের বই উন্মোচন মঞ্চে জিএম আদের অন্যান্যদের সঙ্গে বইটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচনকালে জিএম কাদের বলেন, বইয়ের মাধ্যমে লেখক অমর হতে যাচ্ছেন। উনি আজকে যেটা লিখে গেলেন, সেটি আমাদের জন্য থাকবে। আমি উনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। উনি যেন আরও বেশি বেশি করে লেখেন।

জিএম কাদের বলেন, একুশে বইমেলা আমাদের সংস্কৃতি অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছে। বই কেনাকে উৎসাহিত করছে। আমি মনে করি, আমাদের এই ধারা অব্যহত থাকবে।

বইটির লেখক সিকদার আনিসুর রহমান বলেন, ‘বইটি সমগ্র জাতির জন্য আমি উৎসর্গ করলাম। আমার বইয়ের মূল বিষয় হলো দেশপ্রেম এবং সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ।’

মোড়ক উন্মোচন শেষে জিএম কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিকদার আনিসুর রহমান ২০১৪ সালে মেজর পদবিতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি ২০২৩ এ অনুষ্ঠিত ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

(ঢাকাটাইমস/১৯ফেব্রুয়ারি/এসকে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ
লিটারে ১ টাকা কমল সব ধরনের জ্বালানি তেলের দাম
নারী সংস্কার কমিশন মানি না, বাধ্য করলে আন্দোলন: জামায়াত আমির
এবার চিন্ময়ের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, শুনানি রবিবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা