আত্রাইয়ে আইনশৃঙ্খলার অবনতি: বাড়ছে চুরি

​​​​​​​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮ | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১০

নওগাঁর আত্রাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন গ্রামে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে চুরির ঘটনা। চুরিসহ নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। অপরাধ দমনে পুলিশ ব্যাপক তৎপরতা চালালেও থামানো যাচ্ছে না এসব কর্মকাণ্ড।

স্থানীয়দের মতে, পুলিশ প্রকৃত চোর-ডাকাতদের আটক করতে না পারায় তারা বেশ বেপরোয়া হয়ে উঠছে।

জানা যায়, গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার ১০টি স্পটে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের শফির উদ্দিনের বাড়ি থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটে।

অনুসন্ধানে জানা যায়, গত দিনের মধ্যে উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামে পর পর চারটি চুরি, মাধাইমুড়ি গ্রামে দুটি গরু চুরির ঘটনা, ভবানীপুর বাজার এলাকায় রসুলপুর গ্রামের ছাত্তার হোসেনের চার্জার চালিত একটি ভ্যান চুরির ঘটনা, তারাটিয়া গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এছাড়া রাইপুর গ্রামে রফিকুল ইসলামের বাড়িতে চুরির চেষ্টা উল্লেখযোগ্য ঘটনা।

উপজেলার ভবানীপুর বাজার এলাকায় প্রায়ই, ব্যাটারিচালিত ভ্যান চুরি হওয়ার ঘটনার খবরও শোনা গেছে। কিন্তু কোনো ঘটনারই পর্যন্ত রহস্য উদঘাটন হয়নি। এমনকি ঘটনার সঙ্গে জড়িতরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় দেখা যায় পুলিশ একদিকে ডিউটিতে ব্যস্ত, অন্য দিকে চুরির ঘটনা ঘটছে।

জাতোপাড়া গ্রামের ইমরান হোসেন বলেন, আমি প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে বাড়ির বারান্দা থেকে চোর আমার ভ্যান নিয়ে চলে যায়। পরে আত্রাই থানাতে অভিযোগ করলে বিষয়টি তদন্তে চার দিন পরে পুলিশ আসে।

শাহাগোলা ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, শাহাগোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরির ঘটনা প্রায়ই শোনা যাচ্ছে। তবে পুলিশ বসে নেই। পুলিশকে সন্ধ্যার পর পর বিভিন্ন রোডে ডিউটি করতে দেখা যায়। আবার এর মধ্যেও চুরির ঘটনাও ঘটছে।

তিনি বলেন, অপরাধীদের ব্যাপারে পুলিশকে সহযোগিতা করতে হবে। শুধু পুলিশের ওপর নির্ভর করে বসে থাকলে হবে না।

ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, চোরের উপদ্রব রুখতে অভিযান জোরদার করা হয়েছে। চুরি সংঘটিত হওয়ার তথ্য আমার জানা নেই তবে তথ্য সংগ্রহ চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

(ঢাকাটাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ধামরাইয়ে বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

বগুড়ায় নিজেদের অফিসে আগুনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা আসামি

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ফেনীতে গায়েবানা জানাজা 

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে স্ত্রীকে খুন

মুক্তিযোদ্ধাদের কোনো কোটাই এখন আর নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার শিকার ৬ সাংবাদিক

শেরপুরে পুলিশ সদস্যের সম্পদের পাহাড়, দুদককে তদন্তের নির্দেশ আদালতের

চাঁদপুর সদরে পুলিশের অভিযান, ৯ বিএনপি নেতা গ্রেপ্তার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি হলো ২ হাজার ৮শ মেট্রিক টন পেঁয়াজ

কুমিল্লায় আট মামলায় আসামি ৮ হাজার, গ্রেপ্তার ১৬০

এই বিভাগের সব খবর

শিরোনাম :