কবে আসছেন ডেভিড মিলার, জানাল ফরচুন বরিশাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯
অ- অ+

চলতি বিপিএলে নিজেদের বাঁচা-মরার ম্যাচ খেলতে আগামীকাল (শুক্রবার) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নামবে ফরচুন বরিশাল। এই ম্যাচ জিতলে তারা বিপিএলের প্লে-অফে ওঠে যাবে। তবে হারলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে, তাদেরকে টপকে ওঠে যেতে পারে খুলনা টাইগার্স। তাই স্কোয়াড শক্তিশালী করতে সকালে তারা নতুন ক্রিকেটার দলে ভিড়িয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারের আগমনের সময়ও জানাল বরিশাল।

আনুষ্ঠানিকভাবে আজ (বৃহস্পতিবার) ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, ফরচুন বরিশালের বিদেশি ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন।

এর আগে বিপিএলের শুরু থেকেই মিলারের আগমনের আলোচনা চললেও, সময়টা নিশ্চিত করতে পারেনি তামিম ইকবালের দলটি। অবশেষে তারা সেই ঘোষণা দিয়েছে। তবে এমন সময়ে প্রোটিয়া ব্যাটসম্যানের আগমনের কথা জানা গেল, যখন দলটির প্লে-অফে ওঠার বিষয় রয়েছে অনিশ্চয়তায়। অর্থাৎ, প্লে-অফে উঠলেই কেবল মিলারকে দেখা যাবে বরিশালের জার্সিতে।

আগামীকাল দুপুর ২টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বড় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তামিমের বরিশাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিছুটা হলেও তারা বিপাকে পড়ে যায়। কারণ দলটির দুই বিদেশি তারকা কেশভ মহারাজ এবং টম ব্যান্টন ইতোমধ্যেই বিপিএল ছেড়েছেন। তবে বরিশাল ভক্তদের জন্য সকালে কিছুটা স্বস্তির খবর এসেছে, জেমস ফুলারকে দলে ভিড়িয়েছে ফরচুনরা।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করা এই পেস বোলিং অলারাউন্ডারের আজ বিকেলে বাংলাদেশে আসার কথা রয়েছে। ঢাকায় পা রেখে এদিনই বরিশালের টিম হোটেলে যোগ দেবেন তিনি। আগামীকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একাদশে দেখা যেতে পারে ফুলারকে।

প্লে-অফ এখনও নিশ্চিত না হলেও খুব কাছাকাছি আছে বরিশাল। খুব বড় কোনো অঘটন না ঘটলে শেষ চারে ওঠার কথা তামিমদেরই। তবে সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি খুলনা টাইগার্সের। রাউন্ড রবিন লিগের শেষ দিনে মূল লড়াই এই দুই দলের মধ্যে। বাকি ৩ দল- রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আগেই নিশ্চিত করেছে শেষ চার।

লিগ পর্বে ১১ ম্যাচ খেলে ছয়টিতে জয় পেয়েছে বরিশাল। এতে মোট ১২ পয়েন্ট নিয়ে তামিমের দলটি টেবিলের চারে রয়েছে। সমান ম্যাচ খেলে ৫ জয় নিয়ে টেবিলের পাঁচে খুলনা। লিগ পর্বের শেষ দিনে কুমিল্লার কাছে বরিশাল যেন বড় ব্যবধানে হারে সেই কামনা করবে বিজয়-আফিফরা। কারণ বরিশালের নেট রান রেট +.৪৩৪। আর বিজয়ের খুলনার নেট রান রেট -.৪০০। প্লে-অফে যেতে পয়েন্ট সমান করার পর রান রেটেও বরিশালকে টপকাতে হবে খুলনার। তবে সেটা বেশ কঠিনই বটে।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে কোরবানির জন্য প্রস্তুত ৬২ হাজার পশু
পূবাইলে শ্রমিক দল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 
এবার সস্ত্রীক কারাগারে সেই মিল্টন সমাদ্দার
বোট ওয়ার্কশপ কোস্ট গার্ডের আধুনিকায়নে সরকারের সদিচ্ছার প্রতিফলন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা