নোয়াখালীতে পরীক্ষায় নকলে সহায়তা করায় ৮ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২২
অ- অ+

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালে প্রশ্নের একই সেটে পরীক্ষা নেওয়া এবং নকলে সহায়তা করার অপরাধে ৮ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া আট শিক্ষক হলেন- উপজেলার থানার হাট দাখিল মাদ্রাসার শিক্ষক দেলওয়ার হোসেন, আমকি মহিলা মাদ্রাসার শিক্ষক আমিরুল হোসেন, পিতাম্বরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম, শাকতলা আলিম মাদ্রাসার শিক্ষক সুমি আক্তার ও আবুল হোসেন, নান্দিয়া পাড়া আলিম মাদ্রাসার শিক্ষক শরিফ মোহাম্মদ ইকবাল এবং সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসার শিক্ষক মেজবাহ উদ্দিন ও ইউনুস শরিফ।

বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত কেন্দ্র সচিব ও হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা সাইফুল্লাহ মনির বলেন, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা হামেদীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্ব অবহেলার প্রমাণ পেয়ে এই আট শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, 'গণিত পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা শিক্ষকদের সহযোগিতায় নেওয়ার বিষয়টি আমার নজরে আসে। পরে তাৎক্ষণিক ওই ৮ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।'

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা