শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি হলে যা করবেন মিশা সওদাগর

ঘনিয়ে আসছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ঈদুল ফিতরের পর আগামী ১৯ এপ্রিল এফডিসিতে হবে ভোটগ্রহণ। সেই লক্ষ্যে এখন প্যানেল গোছাতে ব্যস্ত শিল্পী নেতারা। ইতোমধ্যে একটি প্যানেলের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় দুই খল অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল।
জানা গেছে, ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে ফের একবার সভাপতি পদে লড়বেন মিশা। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন ডিপজল। খবরটি গত কয়েক দিন গুঞ্জন হিসেবেই প্রচার হচ্ছিল গণমাধ্যমে। তবে বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে মিশা সওদাগর জানিয়ে দিয়েছেন, তিনি নির্বাচন করছেন।
অভিনেতা এও জানিয়েছেন, এবার সভাপতি পদে বিজয়ী হলে তিনি শিল্পী সমিতি এবং শিল্পীদের জন্য কী করবেন। এই নির্বাচন নিয়ে গত কয়েক বছরে শিল্পীদের মধ্যে নানা বিভেদ সৃষ্টি হয়েছে। তিনি নির্বাচিত হলে সেসব বিভেদ দূর করার চেষ্টা নেবেন বলে জানালেন দুইবারের সভাপতি মিশা।
অভিনেতা বলেন, ‘আমি আর ডিপজল ভাই মিলে আগামী নির্বাচনে একটি প্যানেল করেছি। যদিও এখনো কমিটির বাকি সদস্য চূড়ান্ত হয়নি। শিগগিরই জানাব সবাইকে।’
নির্বাচনে জয়ী হলে সব শিল্পীকে একত্র করবেন জানিয়ে মিশা বলেন, ‘বিগত দিনে শিল্পীদের মধ্যে যদি ভেদাভেদ হয়ে থাকে, আমি যদি জিতে আসতে পারি, তাহলে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার শতভাগ চেষ্টা করব। কারও গায়ে বৃষ্টি পড়ার সুযোগ দেব না। এর জন্য আমি বদ্ধপরিকর।’
মিশা সওদাগরের দাবি, ‘আমি আমার জায়গায় সৎ। গতবার হেরেছি। কিন্তু ঠিকই জয়ী প্রার্থী কাঞ্চন ভাইকে (ইলিয়াস কাঞ্চন) শুভেচ্ছা জানিয়েছি, গলায় ফুলের মালা তুলে দিয়েছি।’
শিল্পী সমিতির দুইবারের নির্বাচিত সভাপতি মিশা সওদাগর। একবার শাকিব খানের প্যানেল থেকে নির্বাচন করে সাধারণ সম্পাদকও হয়েছিলেন। কিন্তু গতবারের নির্বাচনে নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে টানা তৃতীয়বারের মতো সমিতির সভাপতি হওয়ার স্বপ্ন অপূর্ণ রয়ে যায় তার।
তবে এবার সভাপতি পদে জয়ী হওয়ার সম্ভাবণা প্রবল মিশা সওদাগরের। কারণ, বিপক্ষ প্যানেলে চিত্রনায়িকা নিপুণ আক্তার এই পদে যোগ্য কাউকে খুঁজে পাচ্ছেন না। শোনা যাচ্ছে, নায়ক অমিত হাসান হতে পারেন নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী। কারণ, এবার ইলিয়াস কাঞ্চন নির্বাচন করছেন না।
সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, অমিত হাসান কি পারবেন অভিজ্ঞ মিশা সওদাগরের সঙ্গে টক্কর দিতে? পাল্লা অবশ্য মিশারই ভারী। কারণ, শিল্পী সমিতির সভাপতি হিসেবে তিনি শিল্পীদের পছন্দের শীর্ষ তালিকার একজন। এছাড়া তিনি ২০১৭-১৯ এবং ২০১৯-২২ মেয়াদে এই পদে দায়িত্ব সামলেছেন।
তাই নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী যে-ই হোন না কেন, মিশা সওদাগরকে হারানো তার জন্য কঠিন হবে বলে মনে করছেন সবাই। ওদিকে ডিপজল সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় চেয়ার নড়বড় বর্তমান সাধারণ সম্পাদক নিপুণেরও। শেষ পর্যন্ত কী হয়, সেটাই দেখার।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এজে)

মন্তব্য করুন