প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় কুমিল্লা ও ময়মনসিংহ মেয়র প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩১
অ- অ+

আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নিবার্চনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শুক্রবার কুমিল্লা নির্বাচন কমিশন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। সেই হিসেবে আজ থেকেই প্রতীক নিয়ে ভোট প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন। আজ থেকেই প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণে প্রতি তিন ওয়ার্ডে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবেন নির্বাচন কমিশনের কর্মকর্তা।

কুমিল্লায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তাহসিন বাহার পেয়েছেন বাস প্রতীক , নূর উর রহমান মাহমুদ তামিম পেয়েছেন হাতি প্রতীক, মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি এবং নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। প্রতীক পেয়েই কয়েকজন প্রার্থী আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন।

অপরদিকে দিকে ময়মনসিংহে মেয়র পদে ৫ প্রার্থী প্রতীক পেয়েছেন। টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন ইকরামুল হক টিটু, সাদেক খান মিল্কী পেয়েছেন হাতি, এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, রেজাউল হক পেয়েছেন হরিণ এবং শহীদুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙল প্রতীক। কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ চলছে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএম/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও দেশপ্রেমিক: অমিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা