ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা কিশোরের গলাকাটা লাশ হস্তান্তর

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫২
অ- অ+

সিলেটের কানাইঘাট উপজেলা-সংলগ্ন ভারত সীমান্তের ভেতরে পড়ে থাকা বাংলাদেশি কিশোর মাসুম আহমদের (১৫) লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

বিজিবির সদস্যরা বিএসএফের সঙ্গে আলোচনা শেষে শুক্রবার দুপুরে ওই কিশোরের লাশ বাংলাদেশে নিয়ে আসেন। পরে তাদের উপস্থিতিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলার ভারত সীমান্তবর্তী সোনাতনপুঞ্জি এলাকার ১৩১২-৮ পিলারের পাশে ভারতের ভেতরে মাসুমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

মাসুম কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির সোনাতনপুঞ্জি গ্রামের নুরুল হকের ছেলে। স্বজনেরা জানান, গত শুক্রবার সন্ধ্যার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী বাদশা বাজারে গিয়েছিল সে। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে বাংলাদেশের বাসিন্দাদের জানান ভারতের বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশের অংশ থেকে লাশটি দেখে শনাক্ত করেন মাসুমের স্বজনেরা।

মাসুমের মামা জহির উদ্দিন গণমাধ্যমকে বলেছিলেন, ভারতের হারাইপুঞ্জি ও সিঙ্গারী খালের পাশে গলাকাটা অবস্থায় পড়ে থাকা লাশটি তার ভাগনের। সে কীভাবে ভারতের ভেতরে গেল, বুঝতে পারছেন না।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রথম আলোকে বলেন, নিহত কিশোরের লাশ বিএসএফের মাধ্যমে দুপুরের দিকে বাংলাদেশে নিয়ে আসে বিজিবি। পরে তাঁদের উপস্থিতিতে লাশ ওই কিশোরের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা