নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২, আহত ৬

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৮| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৩
অ- অ+

নরসিংদীর পলাশের ঘোড়াশাল-পাঁচদোনা সড়কে এনা পরিবহনের একটি বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

নিহতদের একজন এনা পরিবহনের বাসচালক মো. শহিদ মিয়া। তার বাড়ি কিশোরগঞ্জে। আরেকজন কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির (এসআই) মো. নাইবুল ইসলাম। তিনি বলেন, রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ভোরে ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো. শহিদ মিয়া ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন আরও ৬ জন। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা