ফেনীতে মাটিখেকোদের পেটে রবিশস্য

এম শরীফ ভূঞা, ফেনী
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০২ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫

ফেনীতে একশ্রেণির মাটিখেকোরা অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে দেয়ায় স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের তাণ্ডব থেকে রক্ষা করা যাচ্ছে না রবিশস্যও।

সরকারদলীয় নেতাকর্মীদের ছত্রছায়ায় জেলার সোনাগাজী উপজেলার ছরছান্দিয়া, সোনাগাজী সদর, আমিরাবাদ, মতিগঞ্জ, চরদরবেশ ও বগাদানা ইউনিয়নে এমনটা চলছে সবচেয়ে বেশি। জেলার সর্বত্র একই চিত্র।

স্থানীয়দের অভিযোগ, এ দুর্বৃত্তদের হাত থেকে সরকারি খাসজমি, ফসলি জমি, রবিশস্য ও হিন্দুদের শ্মশানের মাটি পর্যন্ত রক্ষা পাচ্ছে না। বারবার উপজেলা প্রশাসনের অভিযান সত্ত্বেও তারা চোর ডাকাত খেলায় মেতে উঠেছে বলেও অভিযোগ করেন ক্ষতিগ্রস্থরা।

সোনাগাজীর আমিরাবাদ, মহুরী প্রকল্প এলাকা, সোনাপুর, চরখোন্দকার, চরছান্দিয়া, চরদরবেশ, বগাদানা গ্রামের এলাকাবাসী জানান, একশ্রেণির সরকারদলীয় নেতাকর্মী নামধারীদের ম্যানেজ করে অধৈভাবে জবরদখলে নিয়ে রাতের আঁধারে বড় বড় মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে হাতেগোনা মাটিখেকোরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইতোপূর্বে উপজেলার মহুরী প্রকল্প ও চর খোন্দকার এলাকায় সরকার ঘোষিত অর্থনৈতিক অঞ্চল এলাকার সরকারি জমি থেকে প্রায় দুই কোটি টাকার মাটি বিক্রি করে দিয়েছিল এ মাটিদস্যুরা।

পরবর্তীতে সরকারি জমির মাটি বিক্রি ও ক্ষতি সাধনের অভিযোগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবের নির্দেশে ওখানকার ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম বাদী হয়ে তিন ভূমিদস্যুর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা করেছিলেন। অথচ দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো ওই মামলা আলোর মুখ না দেখায় আরও ব্যাপোরোয়া হয়ে ওঠে ওই মাটিখেকোরা।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি বছর শুষ্ক মৌসুম এলে জেলার প্রত্যেকটি উপজেলার মাটিখেকোদের তাণ্ডব বেড়ে যায়। সরকারদল সমর্থিত একশ্রেণির অর্থলোভী দুর্বৃত্ত স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক প্রভাবশালীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে প্রতিটি এলাকার কৃষক ও জমির মালিকদের অর্থের লোভ দেখিয়ে অথবা জোরপূর্বক ফসলি জমি, রবিশস্য ক্ষেত এবং রাতের আঁধারে সরকারি খাসজমির মাটি কেটে সাবার করে দিচ্ছে।

এ নিয়ে জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে বারবার আলোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হলেও অদৃশ্য কারণে জড়িতদের কিছুই করা যাচ্ছে না। স্থানীয় সংসদ সদস্যরা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মাটি কাটা বন্ধ করতে কঠোর উদ্যোগ নিচ্ছেন বলে জনগণকে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় জনমনে বিভ্রান্তি ও নানা ক্ষোভ তৈরি হচ্ছে।

উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের স্লুইসগেট এলাকায় মাটিদস্যুরা সবুজ রবিশস্যের আবাদকৃত জমির ফসলসহ মাটি এবং বগাদানা ইউনিয়নের আওরালখিল গ্রামের হিন্দুদের শ্মশানের মাটি জোর করে কেটে বিক্রি করে দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা।

এ সব বিষয়ে ভুক্তভোগীরা থানা ও উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না বলে ক্ষতিগ্রস্তরা। এদিকে উপজেলা প্রশাসন জেলা প্রশাসনের নির্দেশে বারবার অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও ভয়ভীতি প্রদর্শন করলেও মাটিখেকোদের কিছুতেই দমানো যাচ্ছে না। ফলে একদিকে প্রতিদিন জেলার সবকয়টি উপজেলায় আবাদি জমির পরিমাণ কমেছে অন্যদিকে আবাদি ভূমির উর্বরতাশক্তি হ্রাস পাচ্ছে।

সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, এসব মাটিখেকোরা আমাদের রাস্তাঘাট ফসলি জমি সব শেষ করে দিচ্ছে। এজন্য আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান জানান, স্থানীয় জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অনেকের জরিমানা করেছি। এছাড়া অনেক মাটি কাটা যন্ত্র অকার্যকর করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান অব্যাহত আছে। কোনো অবস্থায় ফসলি জমির মাটি বিক্রি করতে দেওয়া হবে না।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :