সামনে রাজনীতি বাঁচাতে হলে ঝুঁকি নিতে হবে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২০ | প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭

আমরা লোভ-লালসা থেকে দূরে থাকতে পারি না। যারা আমাদের দলে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের দল থেকে বের করে দিতে পারি না, আমরা ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতি বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শনিবার দুপুরে বনানীতে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমাদের লাঙ্গল নিয়ে যাওয়া হবে, এ ধরনের হুমকি দেওয়া হয়। দল বাঁচাবো না রাজনীতি। এ কারণে জাতীয় পার্টি সব সময় ভঙ্গুর হয়। সরকার আমাদের দুর্বল করার জন্য সব সময় একটা জোট বানিয়ে রাখে। যখন সত্যিকারের অর্থে আমরা রাজনীতি করবো, জনগণের রাজনীতি করবো তখন তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এ থেকে বাঁচতে হলে নেতাকর্মীদের সত্যিকারের জাতীয় পার্টি করতে হবে।’

যারা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দলে যেতে চায় তাদের দল থেকে বের করে দিতে হবে জানিয়ে কাদের বলেন, ‘এটা যদি করতে পারেন তাহলে দল টিকবে, না হলে টিকবে না। এভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই।'

নিজের দলকে ব্যালেন্সিং ফ্যাক্টর উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার, বাধ্য হয় যে কোনো দল। আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে। যেই মুহূর্তে আমরা একজনের কাছে বন্দি হয়ে গৃহপালিত হবো, উনি যেভাবে বলবেন সেভাবে কথা বলবো, তখন তো জনগণের কাছে আমাদের আর দরকার নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের রাজনীতি নষ্ট করবেন না। দলগুলোকে রাজনীতি করতে দিন। সবাইকে ধ্বংস করে আপনারা এককভাবে রাজনীতি করবেন এটা হতে পারে না।’

এদিকে নিজ কার্যালয়ে জিএম কাদের যখন এ অভিযোগ করছেন তখন কাকরাইলে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি পৃথক সভা করে। ৯ মার্চ তারা সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :