নির্দেশনা অমান্য করে মহেশপুরে চলছে ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫২| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩
অ- অ+

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন করে দেওয়া ১০টি নির্দেশনার একটিও মানছেন না ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৩১টি ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার। ৩১টির মধ্যে বৈধ লাইসেন্স রয়েছে মাত্র টির। প্রশাসনের গাফিলতির সুযোগ নিয়ে এসব ক্লিনিক হাসপাতালগুলো ব্যবসা করে চলছে দিনের পর দিন।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার ক্লিনিক প্রাইভেট হাসপাতালে কোনো ডিগ্রিধারী চিকিৎসক নেই। এমনকি যেসব চিকিৎসক সিজারিয়ান অপারেশন করেন তাদের বিএমডিসির হালনাগাদ নিবন্ধন নেই। সিজারিয়ান অপারেশন করানো বেশির ভাগ চিকিৎসকই ভুয়া। যার ফলে উপজেলায় রোগী মৃত্যুর হারও তুলনামূলক বেশি। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিশেষজ্ঞ টেকনেশিয়ান নেই। অদক্ষ জনবল দিয়ে চলছে এসব ডায়াগনস্টিক সেন্টার। তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী চিকিৎসা নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন রোগীরা।

খালিশপুরের মা ক্লিনিকের মালিক জুলফিকার আলী বলেন, উপজেলার কোনো ক্লিনিকেই সরকারি নির্দেশনা মানা হয় না। রেজিস্ট্রার্ড কোনো চিকিৎসক নেই। সিজারিয়ান অপারেশন করা সব ডাক্তারই ভুয়া। নতুন নির্দেশনা অনুযায়ী ধরলে মহেশপুরের সব ক্লিনিকই বন্ধ হয়ে যাবে।

জেলা সিজিল সার্জন শুভ্র রানি দেবনাথ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা হাতে পাওয়ার পর সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা