জামালপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪০
অ- অ+

জামালপুরে সদর উপজেলার বেলটিয়া এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত চিহ্নিত পলাতক আসামি মো. আতিকুর রহমান রাজু (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জামালপুর ক্যাম্পের অতি. পুলিশ সুপার (ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক) জুলফিকার আলী।

এর আগে সন্ধায় সদর উপজেলার বেলটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আতিকুর রহমান রাজু (৩০) বেলটিয়া (মন্ডল বাড়ি) এলাকার মৃত রফিকুল ইসলাম ছেলে।

জামালপুর ক্যাম্পের অতি. পুলিশ সুপার (ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক) জুলফিকার আলী সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ২০২১ সালের মার্চ মাসে জেলা গোয়েন্দা শাখার অভিযানে মাদকসহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানার মামলা নং-৫০, ১৬/০৩/২০২১ ইং, জিআর-১৫২/২০২১, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত শেষে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে গত ৩০ অক্টোবর ২০২৩ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, জামালপুর আসামিকে দোষী সাব্যস্ত করে ০১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। আসামি জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘদিন ধরে আত্মগোপণে ছিল।

বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক ঢামেকে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১
জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না: গোপালগঞ্জবাসীকে আসিফ মাহমুদ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মহাসড়ক অবরোধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা