গাইবান্ধায় প্রশ্ন ফাঁসের দায়ে দুই শিক্ষক আটক

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৩০
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মোবাইল ফোন ও ডিভাইসসহ দুই শিক্ষককে আটক করা হয়েছে।

রবিবার পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন উপজেলার কামরদহ ইউনিয়নের কামারদহ গ্রামের হাফিজুর রহমানের ছেলে শামিম ইসলাম (২১) ও দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিখন মিয়া (২১)।

জানা যায়, রবিবার এসএসসির গণিত বিষয়ে পরীক্ষা চলছিল। এসময় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেল মিয়া অভিযান চালিয়ে বিদ্যাকোষ স্কুল থেকে প্রশ্ন ফাঁস চক্রের সদস্য দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ হাতে নাতে আটক করেন। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, গোবিন্দগঞ্জের প্রাণ কেন্দ্র পৌরসভার সামনে ক্লাইম্যাক্স নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। কয়েক বছর এই নামে চলার পর শিক্ষা প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বিদ্যাকোষ স্কুল নামে পরিচালিত হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ভালো ফলাফলের আশ্বাস দিয়ে অভিভাবকদের প্রলোভন দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। বিনিময়ে পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মাধ্যমে ছাত্র ছাত্রীদের অবৈধ সহযোগিতা করে আসছিল।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বলেন, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল মিয়া বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত দুই শিক্ষককে মোবাইল ফোন ও ডিভাইসসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার জন্য থানায় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা