ফাঁকা রাজধানীর সড়ক, চাপ নেই মেট্রোরেল স্টেশনে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৬
অ- অ+

পবিত্র শবে বরাতের ছুটির দিনে ফাঁকা রাজধানীর সড়কগুলো। আজ সোমবার সরজমিনে ঘুরে দেখা গেছে, মেট্রোরেল স্টেশনে যাত্রীর কোনো চাপ নেই।

রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্বিবদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে আজ সকাল থেকে যথানিয়মে মেট্রোরেলে চলাচল শুরু হলেও মানুষের উপস্থিতি দেখা গেছে খুবই কম। এসব স্টেশনের চত্বর অন্যান্য দিনের তুলনায় একেবারেই ফাঁকা। তবে কিছু সময় পর পর অল্প পরিমাণে যাত্রীর দেখা পাওয়া গেছে।

এদিকে ভিড় না থাকায় টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) থেকে যথাসময়েই একক যাত্রা টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।

আজ সকাল থেকে যারা মেট্রো স্টেশনে আসছেন তাদের মধ্যে ঘুরতে এসেছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। বেশির ভাগই দলবেঁধে প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে এসেছেন।

অপরদিকে আজ সড়কপথেও দেখা গেছে ভিন্ন চিত্র। যানজটের নগরীর সড়কগুলো সকাল থেকে একেবারেই ফাঁকা দেখা গেছে। তবে রিকশার আধিপত্য রয়েছে। সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরাও আজ নির্ঝঞ্ঝাটভাবে সময় পার করছেন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা