ফাঁকা রাজধানীর সড়ক, চাপ নেই মেট্রোরেল স্টেশনে

পবিত্র শবে বরাতের ছুটির দিনে ফাঁকা রাজধানীর সড়কগুলো। আজ সোমবার সরজমিনে ঘুরে দেখা গেছে, মেট্রোরেল স্টেশনে যাত্রীর কোনো চাপ নেই।
রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্বিবদ্যালয় ও বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে আজ সকাল থেকে যথানিয়মে মেট্রোরেলে চলাচল শুরু হলেও মানুষের উপস্থিতি দেখা গেছে খুবই কম। এসব স্টেশনের চত্বর অন্যান্য দিনের তুলনায় একেবারেই ফাঁকা। তবে কিছু সময় পর পর অল্প পরিমাণে যাত্রীর দেখা পাওয়া গেছে।
এদিকে ভিড় না থাকায় টিকিট ভেন্ডিং মেশিন (টিভিএম) থেকে যথাসময়েই একক যাত্রা টিকিট সংগ্রহ করতে পারছেন যাত্রীরা।
আজ সকাল থেকে যারা মেট্রো স্টেশনে আসছেন তাদের মধ্যে ঘুরতে এসেছেন এমন যাত্রীর সংখ্যাই বেশি। বেশির ভাগই দলবেঁধে প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ার অভিজ্ঞতা নিতে এসেছেন।
অপরদিকে আজ সড়কপথেও দেখা গেছে ভিন্ন চিত্র। যানজটের নগরীর সড়কগুলো সকাল থেকে একেবারেই ফাঁকা দেখা গেছে। তবে রিকশার আধিপত্য রয়েছে। সড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরাও আজ নির্ঝঞ্ঝাটভাবে সময় পার করছেন।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এফএ)

মন্তব্য করুন