জয়পুরহাটে চিকিৎসককে মারপিটের অভিযোগে বাবা-ছেলে আটক

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৫
অ- অ+

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখার সময় চিকিৎসককে মারধর ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালে এই ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-ক্ষেতলাল উপজেলার বানদীঘি গ্রামের জসিম উদ্দিন (৫৬) ও তার ছেলে জুয়েল হোসেন (৩২)।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে মেডিকেল অফিসার ডা. জাকা কাইফ রোগী দেখছিলেন। এ সময় অনেক রোগী লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে জসিম উদ্দিন ও তার ছেলে জুয়েল হোসেন লাইন ভেঙ্গে প্রবেশ করেন। এ সময় জুয়েল হোসেন কর্তব্যরত চিকিৎসককে বলেন তার বাবাকে দেখার জন্য। ডাক্তার তাদেরকে সিরিয়াল মেনে প্রবেশের কথা বললে তারা ক্ষিপ্ত হয়।

এসময় ডাক্তার ঘরের ভেতর থেকে বের হতে চাইলে বাবা-ছেলে দুজনই চিকিৎসককে মারধর শুরু করে এবং আসবাবপত্র ভাঙচুর করে।

উপস্থিত ও হাসপাতালের লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা-ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও আহত ডাক্তার পৃথক দুটি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এস আই) নোমান বলেন, হাসপাতালে চিকিৎসককে মারপিট ও ভাঙচুরের ঘটনায় বাবা-ছেলেকে আটক করে থানায় নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতে মসজিদ পরিদর্শনে ট্রাম্প, বললেন ‘বিস্ময়কর সংস্কৃতি’
বাংলাদেশকে কোনো পরাশক্তির কাছে বন্ধক রাখতে চাই না: হাসনাত আবদুল্লাহ
নির্বাচন দিন, কেন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আপনার বোঝা উচিত: ড. ইউনূসকে কামাল জামান মোল্লা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সব দাবি মেনে নিলো সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা