নগরকান্দায় কার্বন তৈরির কারখানায় আগুন, বিপুল পরিমাণ পাটকাঠি পুড়ে ছাই

সালথা-নগরকান্দা (ফরিরদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫১
অ- অ+

ফরিরদপুরের নগররকান্দায় একটি কার্বন তৈরির ইন্ডাস্ট্রিতে আগুন লেগে বিপুর পরিমাণ পাটকাঠি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চরযোশোরদী ইউনিয়নের গোপালকর্দী এলাকায় অবস্থিত এলাইড কার্বণ ইন্ডাস্ট্রিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগন নিয়ন্ত্রণে আনে।

ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষের দাবি, আগুনে পুড়ে তাদের ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কার্বন ইন্ডাস্ট্রির একপাশে ফাঁকা জায়গায় পাটকাঠির স্তূপে আগুন লাগে। সেখানে বিদ্যুতের লাইন নেই। তাই কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বুঝতে পারিনি। আবার আগুনে কত টাকা ক্ষতি হয়েছে তাও অনুমান করা সম্ভব হয়নি। (ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিন: সরকারকে বাংলাদেশ ন্যাপ
অতিথি পাখিতে মুখরিত মানিকগঞ্জের গোপীনাথপুর বিল
পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দায় সরকার
তানজিদ তামিমের অর্ধশতকে ১৩৯ রানে থামল ঢাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা