লেসথোতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

আফ্রিকা মহাদেশের একটি দেশ লেসথোতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) লেসথোর রাজধানী মাসেরুতে একটি আন্তর্জাতিক হোটেলে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে ডা. মিরাজুর রহমানকে সভাপতি ও ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ-আল-হুসাইনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটিতে সৈয়দ মঞ্জুরুল আলম সহ-সভাপতি, ডা. শাহ মো. আব্দুল হাদী যুগ্ম সম্পাদক, মাযহার আলী সাংগঠনিক সম্পাদক, ডা. মোবাশশার হাসান মাসুম সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, স ম সাইদী শাহজাহান যোগাযোগ, মো. নাজিমউদ্দীন অর্থ এবং কামরুল ইসলাম দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা পরিষদে আছেন ইঞ্জিনিয়ার রমজান আলী মন্ডল, মেজর (অব.) ডা. স ম সারোয়ার ও মো আলতাব হোসেইন।
উল্লেখ্য, ১৯৯০-১৯৯১ থেকে বাংলাদেশিরা লেসথোতে অভিবাসন করতে শুরু করেন। যারা প্রকৌশলী, চিকিৎসক, ব্যবসায়ী ও চাকরিজীবী এবং আন্তর্জাতিক সংস্থায় কর্মরত।
(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন