দিনাজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
দিনাজপুরে চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় একজন পলাতকসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতে ২ এর বিচারক শ্যামসুন্দর রায় এই রায় দেন।
দণ্ডিতরা হলেন- দিনাজপুর শহরের ঘাসিপাড়া মহল্লার বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের ছেলে জুবিয়ার রহমান (৩৮), বড় বন্দরের মৃত আবুল কালামের ছেলে তনয় (৩৮), ঘাসিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে রিয়াল (৪০), লালবাগের জহির উদ্দিনের ছেলে রাকু (৩৯) এবং ৬ নম্বর উপশহরের সৈয়দ বশির উদ্দিনের ছেলে (পলাতক) নাজমুল হোসেন বাবু (২৭)।
মামলার বিবরণে জানা গেছে, পূর্ব ঘটনার জেরে গত ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর রামসাগর এলাকায় হাজীরমোড়ে শহরের নিমনগর বালুবাড়ী মহল্লার কাজী আবুর হকের ছেলে সোহেলকে ছুরিকাঘাতে হত্যা করেছিল দণ্ডিতরা। এ ব্যাপারে কোতোয়ালি থানায় সাতজনের নামসহ হত্যা মামলা দায়ের করেন ভাই কাজী গোলাম জিলানী। এ ব্যাপারে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। ১৫ বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে অতিরিক্ত আরো ৬ মাস করে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ শ্যাম সুন্দর রায়।
এসময় আদালতে উপস্থিত চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ধরা পড়ার পর সাজা কার্যকর করা হবে পলাতক নাজমুল হোসেন বাবুর।
(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)