নোয়াখালীর সেনবাগে দুই ইটভাটাকে অর্থদণ্ড 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৪
অ- অ+

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অভিযান চালিয়ে পুবালী ব্রিকস এবং ভাই ভাই ব্রিকস নামে দুটি ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে এ অভিযান চালান করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে, জেলা পরিবেশ অধিদপ্তর ও সেনবাগ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সেনবাগে বেশ কিছু ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং লাইসেন্স ছাড়া তাদের ভাটার কার্যক্রম চালিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সেনবাগ পৌর এলাকা ও বীজবাগ ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে ছাড়পত্র, লাইসেন্স ও ভাটায় ব্যবহৃত মাটির উৎসের সঠিক তথ্য দিতে না পারায় পুবালী ব্রিকসকে এক লাখ টাকা এবং ভাই ভাই ব্রিকসকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এসময় উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন, পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক তানজির তারেক।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, বেশ কয়েকটি অনিয়মের অভিযোগে দুইটি ইটভাটার মালিকপক্ষকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা