নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদের জন্মদিন আসে চার বছর পর পর! কারণ…
বাংলাদেশের একজন খ্যাতিমান অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক মামুনুর রশীদ। আজ বৃহস্পতিবার তার জন্মদিন। এই নাট্য তারকার জন্মদিন আসে চার বছর পর পর। কারণ, ১৯৪৮ সালে তার জন্ম হয়েছিল ২৯ ফেব্রুয়ারি অর্থাৎ, লিপ ইয়ারে। যেটা চার বছর পর পর আসে।
সেই হিসেবে আজ মামুনুর রশীদের ১৯তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি টাঙ্গাইলের কালিহাতির পাইকড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাবা হারুনুর রশীদ ডাক বিভাগে চাকরি করতেন। সেই সুবাদে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজে লেখাপড়া করেছেন মামুনুর রশীদ।
এই নাট্য ব্যক্তিত্ব ঢাকা পলিটেকনিক থেকে পুরকৌশল বিভাগে ডিপ্লোমা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি লাভ করেন। নাট্য জগতে তার পথচলা শুরু সেই ১৯৬৭ সাল থেকে। থিয়েটার, টেলিভিশন এবং সিনেমায় এখনো অভিনয় করছেন সমানতালে।
মামুনুর রশীদের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে আরণ্যক নাট্যদল। চলবে ২ মার্চ পর্যন্ত। ‘আলোর আলো নাট্যোৎসব’ নামে এই উৎসবটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে।
এই উৎসবে থাকবে মামুনুর রশীদ রচিত ও নির্দেশিত নাটকের মঞ্চায়ন, সংগীত, নৃত্য, সেমিনার, প্রদর্শনী ও থিয়েটার আড্ডা। বৃহস্পতিবার বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এছাড়া দেশ-বিদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও আসবেন অতিথি হয়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন অনিমা মুক্তি গোমেজ, অনিমা রায়, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ও রাহুল আনন্দ। বাঁশি বাজাবেন উত্তম চক্রবর্তী। ওয়ার্দা বিহাবের পরিচালনায় নৃত্য পরিবেশন করবে ধৃতি নর্তনালয়।
১ মার্চ সকাল ১০টায় শিল্পকলা একাডেমির সেমিনার রুমে হবে ‘একজন দায়বদ্ধ সৃজনকর্মীর নাট্যপরিভ্রমণ’ শীর্ষক সেমিনার। আলোচনার ধারণাপত্র পাঠ করবেন মলয় ভৌমিক। বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে ‘রাঢ়াঙ’ নাটকের পরপর দুটি প্রদর্শনী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
২ মার্চ বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে থিয়েটার আড্ডা ‘নাট্যকর্মীদের মুখোমুখি মামুনুর রশীদ’। সন্ধ্যা ৭টায় একই হলে প্রদর্শিত হবে নাটক ‘কহে ফেসবুক’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এজে)