টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষকের

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
অ- অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে নামাজ পড়তে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মাওলানা রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া (ভাবির ঘাট) নামক স্থানে এ ঘটনা ঘটে।

শিক্ষক রফিকুল ইসলাম উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

তিনি উপজেলার নিকরাইল ইউনিয়নের খাশবিয়ারা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সে সারপলশিয়া তালুকদার বাড়ি জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন।

প্রতিবেশী হাসান মাহমুদ জানান, ভোরে তিনি স্থানীয় তালুকদার বাড়ি জামে মসজিদে ফজর নামাজ পড়তে বের হন। পরে সারপলশিয়া ভাবির ঘাট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে পাথাইলকান্দি মা ও শিশু জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তা পড়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধে তিনি মারা যান।

নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ বলেন, প্রতিদিন ভোরে পায়ে হেঁটে তালুকদার বাড়ি মসজিদে নামাজ পড়াতে আসতেন। বৃহস্পতিবার ভোরে নামাজ পড়তে আসার পথে সারপলশিয়া এলাকায় রাস্তার পাশে পড়ে ছিল। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিউটি অফিসার সুরুজ্জামান বলেন, এ বিষয়ে কোনো খবর পাইনি।

(ঢাকা টাইমস/২৯ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা