বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে, জীবিত উদ্ধার ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০১ মার্চ ২০২৪, ০০:৩৯ | প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১

রাজধানীর শান্তিনগরে বেইলি রোডে কাচ্চি ভাই রেস্তোরাঁয় লাগা আগুন বৃহস্পতিবার রাত ১১টা ৫০মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় দগ্ধ অন্তত ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়াদের মধ্যে দগ্ধ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শাকিল (২৪), উজ্জল (২৩), জোবায়ের (২১), ওমর ফারুক (৪৩), শাকিল (২২) ও জুয়েল (৩০)

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে কাচ্চি ভাই রেস্তোরাাঁয় আগুন লাগার ঘটনা ঘটে।

এ বিষয়ে আহত শাকিল জানান, আগুন লেগেছে শুনে ভয় পেয়ে কেউ কেউ ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। তিনিও লাফ দিয়ে আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

রাত ১১টার পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা লে. কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ফায়ারের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত অন্তত ৫৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এর মধ্যে ১৫ জন নারী। এখনও ভবনের ছাদে আটকা আছে বেশ কিছু লোক। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।’

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২৯ফেব্রুয়ারি/এএম/টিআই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :