বেইলি রোডের আগুনে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি রোগীদের দেখতে গেলেন এবং চিকিৎসা সেবা পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি ঢাকা মেডিকেলের ওয়ার্ডে ঢুকে আহতদের খোঁজখবর নেন। তবে এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মন্ত্রী।
বৃহস্পতিবার রাতে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত অন্তত ২২ জন।
(ঢাকাটাইমস/১মার্চ/এলএম/এজে)

মন্তব্য করুন