জামালপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ২১:২৩| আপডেট : ০১ মার্চ ২০২৪, ২২:০৪
অ- অ+

জামালপুর সদর উপজেলার নান্দিনায় সড়ক দুর্ঘটনায় মো. শাহ জামাল (৭০) নামে সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নান্দিনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ জামাল নান্দিনায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ইসলামপুর বলে জানা গেছে। তিনি শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শাহ জামাল হাঁটতে বের হয়ে নান্দিনা বাজার দিয়ে যাচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, মৃত্যুর বিষয়টি আমার জানা নাই। তবে পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০১মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশের শিক্ষাখাত: অতীত-বর্তমান ও ভবিষ্যত ভাবনায় বিএনপি
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা