৭ বছর পর সালথায় কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ২০:১৭
অ- অ+

ফরিদপুরের সালথায় সাত বছর পর কৃষক এসকেন সর্দার (৪৮) হত্যা মামলার পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার বিকালে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন।

ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক আবুল খায়ের সাজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামির হলেন- সালথা উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে বিশু শেখ, ফজলু সরদারের ছেলে বিকুল সর্দার, পাশের পুটিয়া গ্রামের বারেক মাতুব্বরের ছেলে কামরুল মাতুব্বর, আরমান মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর ও জয়কাইল গ্রামের মৃত খোরশেদ ফরাজীর ছেলে আলম ওরফে সাধু ফরাজী।

আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নওয়াব আলী বলেন, এই রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলো।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ ডিসেম্বর সালথার আটঘর ইউনিয়নের জয়কাইল এলাকায় ফসলি জমির মাঠে কৃষক এসকেন সরদারকে কুপিয়ে হত্যা করে গলায় মাফলার পেঁচিয়ে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার দীর্ঘ সাত বছর পর এই রায় দিলেন আদালত।

(ঢাকা টাইমস/০৩মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা