ওয়ারীর ৩১ রেস্টুরেন্টে অভিযান, আটক ৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ২৩:৩৮| আপডেট : ০৪ মার্চ ২০২৪, ২৩:৪৭
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ ৩১ রেস্টুরেন্ট ও হোটেলে অভিযান চালিয়েছে। এসময় তারা ৩৩ জনকে আটক করেছে। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনির ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়ারী বিভাগের আওতাধীন এলাকায় হোটেল-রেস্তোরায় অপরিকল্পিতভাবে গ্যাস সিলিন্ডার ও গ্যাস লিকেজ বিস্ফোরণ ঠেকাতে অভিযান চলছে। শুধুমাত্র আজ সোমবার ৩১ হোটেল-রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। আর এতে ৩৩ জনকে আটক করা হয়। এগুলোর মধ্যে হোটেল মেজ্জাইন হাইলে আইয়ুন, কাচ্চি ভাই, টিউন অ্যান্ড বাইট, দ্যা ডাউনিং লাউঞ্জ, গোল্ডেন সান চাইনিজ রেস্টুরেন্ট, সাংহাই চাইনিজ, আল মদিনা হোটেল কোনাপাড়া, সূর্যভানু রেস্টুরেন্ট অন্যতম। অভিযানে ১২টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৪মার্চ/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা