মুন্সীগঞ্জে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন, দগ্ধ ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ১১:৪৩

মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলায় একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় চারজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের চরমুক্তারপুর এলাকায় জেকে প্লাস্টিক ফ্যাক্টরিতে আগুন লাগে।

অগ্নিদগ্ধরা হলেন— ইকবাল (৩৫), মতিউর রহমান (৩৩), রাকিব (২৬) ও অপরজন অজ্ঞাত।

অগ্নিকাণ্ডের ফলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন ঢাকা-মুন্সীগঞ্জ চলাচলকারী যাত্রীরা।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের শেষ সীমানা চরমুক্তারপুরের খোদা হাফেজ মুন্সীগঞ্জ সড়কে একতলা টিনশেডের জেকে প্লাস্টিক ফ্যাক্টরিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পর পরই মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

(ঢাকা টাইমস/০৮মার্চ/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :