মসিক নির্বাচন: পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিশ্চয়তা চান ভোটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ২২:০৩| আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২২:১৫
অ- অ+

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে শনিবার সকাল ৮টায়। এ হিসেবে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ইতোমধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীও। এত আয়োজনের পরও শঙ্কামুক্ত হতে পারছেন না সাধারণ ভোটাররা। তারা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিশ্চয়তা চেয়েছেন।

জানা যায়, সিটি করপোরেশনের ১২৮টি কেন্দ্রের ৯৯০টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। শেষ মুহূর্তে সিটি করপোরেশন জুড়ে সাজ সাজ রব ও প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি পাড়া-মহল্লা।

দ্বিতীয়বারের মতো সিটির এই নির্বাচনে পাঁচ মেয়রসহ মোট ২২৩ জন প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে আছেন। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ৭মার্চ মধ্যরাত পর্যন্ত গণসংযোগ ও প্রচারণায় নগরী মুখর করে রাখেন প্রার্থীরা। সকলেই নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেছেন। এতে ভোটারদের মাঝেও নির্বাচন নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

সরেজমিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে মেয়র পদে পাঁচ প্রার্থীর মধ্যে তিনজনের উল্লেখযোগ্য প্রচারণা চোখে পড়েছে। তাদের একজন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদ্য সাবেক মেয়র মো. ইকরামুল হক টিটু। ঘড়ি প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী নগরীতে প্রচারণায় সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া) ও উপদেষ্টা পরিষদের সদস্য সাদেকুল হক খান মিল্কী টজুও (হাতি) প্রচারণা চালিয়েছেন বেশ জোরেশোরে।

ভোটারদের মতে, এবারের নির্বাচন হবে উৎসবমুখর। তারা সকলেই ভোট দিতে আগ্রহী। তবে নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ চান তারা। বিভিন্ন পেশাজীবীর ভোটাররাও তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তবে তারাও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন।

ময়মনসিংহ সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন ঢাকা টাইমসকে জানান, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালো আছে। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে। পাশাপাশি ভোটার উপস্থিতিও বেশি হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার দিনভর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএমসহ নির্বাচনি সকল সরঞ্জাম। বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত নগরীর সার্কিট হাউস মাঠে ৭টি বুথ থেকে ইভিএম বিতরণ করে আঞ্চলিক নির্বাচন অফিস। এ সময় ১৩৪ জন প্রিসাইডিং কর্মকর্তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীসহ ইভিএম বুঝিয়ে দেওয়া হয়। ১২৮টি ভোটকেন্দ্রের ৯৯০টি ভোট কক্ষের জন্য দেড় হাজার ইভিএম মেশিন থাকবে। প্রায় ৫০০ ইভিএম মেশিন অতিরিক্ত রাখা হবে কেন্দ্রগুলোতে। যান্ত্রিক গোলযোগের কারণে যেন ভোট বিলম্ব না হয় সে কারণে বাড়তি ইভিএম রাখার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বড় ধরনের কোনো সংঘাতের আশঙ্কা দেখছি না। প্রত্যেক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় থাকায় প্রচারে ত্রিমুখী ভোটার আকর্ষণের চেষ্টা হয়েছে। সে কারণে ভোটার বাড়বে বলে আশা করছেন তিনি।

তিনি আরও বলেন, সব ভোটকেন্দ্রেই সমান গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। সাধারণ কেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার মিলে ১৬ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৯ জন সদস্য দায়িত্ব পালন করবে। এ ছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও র‌্যাব থাকবে।

ভোটের পরদিন পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে জানিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ জন ম্যাজিস্ট্রেট মাঠ পর্যায়ে কাজ করবে। সকলের অংশগ্রহণে সুন্দর নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি শেষ করা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা