মা হারানো নাসিম ব্রাদার্সের জন্য ম্যাচের মাঝে শাদাবের মায়ের ভালোবাসা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ১৩:০৪

নাসিম শাহ, হুনাইন শাহ ও উবাইদ শাহ- তিন ভাই একই দলে! এবারের পিএসএলে এমনই দৃশ্যের জন্ম দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। পিএসএলে এবার আলোচনায় আছে এই ভাই ত্রয়ী। তাদের দলও নিশ্চিত করেছে প্লে-অফে খেলা। পিএসএলে গত রবিবার মুলতান সুলতানসের বিপক্ষে ইসলামাবাদের ম্যাচের মাঝে শাদাবের মা হঠাৎ করেই মাঠে চলে আসেন। তিন শাহ ভাইকে বুকে জড়িয়ে আদর করেন তিনি।

অধিনায়কের মায়ের এমন ভালোবাসায় আপ্লুত নাসিম শাহ। ২০১৯ সালে ১৬ বছর বয়সে জাতীয় দলের হয়ে টেস্ট অভিষেক হয় নাসিমের। সেই ম্যাচের আগের দিনই পান বড় দুঃসংবাদ। মারা যান নাসিমের মা। আকস্মিক সে মৃত্যুর ধাক্কা কাটিয়ে পরদিন ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। এদিন সতীর্থ শাদাবের মায়ের এমন ভালোবাসায় কৃতজ্ঞতাও জানিয়েছেন নাসিম।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কৃতজ্ঞতা জানাতে নাসিম একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে শাদাবের মা নাসিমদের তিন ভাইকে আদর করছেন। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘যেখানে আশা দেখার নেই, এমন জায়গায় মায়ের ভালোবাসা খুঁজে পাওয়া সব সময়ই আশীর্বাদ।’

নাসিম আরও লিখেছেন, ‘শাদাবের মা আমার কাছে নিজের মায়ের মতো। তার অভিভাবকত্ব শান্তি ও স্বস্তির আলো। এটা এ–ও মনে করিয়ে দেয় যে ভালোবাসা সীমানা মানে না। আমার জীবনে তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞ।’

নাসিমের এই ভিডিওতে শাবাদের মাকে শাহদের তিন ভাইয়ের সঙ্গে ছবি তুলতে পোজ দিতেও দেখা গেছে। শাদাব খানও ভিডিওটি পোস্ট করেছেন। দ্রুতই ভাইরাল হওয়া ভিডিওটির জন্য শাদাবের মা ও নাসিম শাহ উভয়ই প্রশংসায় ভাসছেন।

ঢাকাটাইমস/১২মার্চ/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

ভেজা চোখে চেলসি ছাড়ার ঘোষণা দিলেন থিয়াগো সিলভা

নারী আম্পায়ার বিতর্ক: মুখ খুললেন মুশফিক, রিয়াদ ও সেই নারী আম্পায়ার

ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি চূড়ান্ত, তিন ভেন্যুতে হবে ম্যাচ

সিরি আতে ইতিহাস: এই প্রথম এক ম্যাচের ৩ রেফারিই নারী

মোনাকোর হারে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি

১৯৯৯ বিশ্বকাপের মতো জার্সিতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

জিম্বাবুয়ের বিপক্ষে মুস্তাফিজ-সাকিবের দলে না থাকা নিয়ে যা বললেন নির্বাচক

সবার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের

চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

এই বিভাগের সব খবর

শিরোনাম :