আজকের দিনে দেখতে পারেন বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত যে সিনেমাগুলো

বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি জন্মেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। শুভ জন্মদিন বাঙালি জাতির পিতা।
শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। তাঁর উত্থাপিত বিলের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, যা বর্তমানে এফডিসি নামে পরিচিত।
সেই মহান নেতার জন্মদিনে দেখে নিতে পারেন তাকে নিয়ে নির্মিত কিছু সিনেমা। যেমন-
ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে জাতির পিতার বায়োপিক। নাম ‘মুজিব: একটি জাতির রূপকার’। পরিচালনা করেছেন বলিউডের বিখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। গত বছর সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে। এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। আজকের দিনে পরিবার নিয়ে দেখতে পারেন বিখ্যাত এই সিনেমাটি।
অন্যদিকে শাপলা মিডিয়ার প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হয়েছে আরেক সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। যেটি ২০২২ সালে মুক্তি পায় এবং পরের বছর জাতীয় চলচ্চিত্রে বিশেষ পুরস্কার লাভ করে। দেখতে পারেন এই সিনেমাটিও।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পর্দায় সে দিনের ঘটনা তুলে ধরা হচ্ছে ‘৫৭০’ নামের একটি সিনেমায়। আশরাফ শিশিরের পরিচালনায় সিনেমাটিতে বাপ্পী চৌধুরীকে বঙ্গবন্ধুর মরদেহ বহন করে নিয়ে যাওয়া এক সৈনিক চরিত্রে দেখা যাবে।
এদিকে বঙ্গবন্ধুর ছেলেবেলা নিয়ে নির্মিত হচ্ছে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করছেন মুশফিকুর রহমান গুলজার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে পূর্ণদৈর্ঘ্য টু-ডি অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। এটি পরিচালনা করেছেন সোহেল মোহাম্মদ রানা। ২০২১ সালে সিনেমাটি মুক্তি পায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যাকাণ্ডের পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালাবদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে নির্মাণ হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সেলিম খান।
৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসক ভাষণ বাঙালি জাতি শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই ভাষণকে কেন্দ্র করে প্রত্যন্ত এক গ্রামে জেগে উঠেছিল একদল মুক্তিপাগল জনতা, যা পরবর্তী সময় সূচিত করে স্বাধীনতার ভিত্তি।
গত বছরের ১৭ মার্চ দেশজুড়ে মুক্তি পেয়েছিল ‘রেডিও’ নামের সেই সিনেমা। দেখতে পারেন এই সিনেমাটিও। অন্যদিকে বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি।
শুধু দেশেই নয়, বলিউডেও বঙ্গবন্ধুর জীবন নিয়ে সিনেমা নির্মিত হচ্ছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। পরিচালনায় রিচি মেহতা। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রও তৈরি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে। যেগুলো গত বছর এবং চলতি বছর মুক্তি পায়।
(ঢাকাটাইমস/১৭মার্চ/এজে)

মন্তব্য করুন