বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে র্যাব-৩ এর ফ্রি মেডিকেল ক্যাম্প

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
রবিবার র্যাব-৩ এর তত্ত্বাবধানে শাহজাহানপুর ঝিলপাড় ক্যাম্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নেন বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক সাধারণ রোগী।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, “ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দিনব্যাপী রোগীদের ব্যবস্থাপত্র প্রদান, বিভিন্ন ধরনের রোগসমূহের পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়। ভবিষ্যতেও র্যাব সাধারণ জনগণের সেবায় মানবিক সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
(ঢাকাটাইমস/১৭মার্চ/এসএস/এফএ)

মন্তব্য করুন