জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তানজিনা গালিব, সম্পাদক আফরোজা আক্তার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২৪, ১৫:৫১
অ- অ+

জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্দেশে এবং তত্ত্বাবধানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নতুন কমিটি শনিবার গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী) সভাপতি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নবগঠিত ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন- নির্বাহী সদস্য কাজী সামসুন নাহার আলো (সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ), শাহিনা বেগম (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), আলকা রায় (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), শিউলি আক্তার (বিপিএড শিক্ষক, হাউজিং মাধ্যমিক বিদ্যালয়), হাসিয়ারা খাতুন (বিপিএড শিক্ষক, মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়), রেবেকা পারভিন (বিপিএড শিক্ষক, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়), নাদিরা খানম (সহকারী শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), হেলেনা পারভীন (বিপিএড শিক্ষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ), মর্জিনা খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), আলেয়া খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), হেলেনা আক্তার (প্রাক্তন অধিনায়ক, মহিলা ফুটবল দল), নাসরিন আক্তার লিমা (ক্রীড়া শিক্ষক, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ), হাবিবা আক্তার শিউলি (প্রাক্তন ক্রীড়াবিদ)।

কুষ্টিয়া জেলার নারীদের আরও ক্রীড়ামুখী এবং গৌরবময় খেলাধুলার ঐতিহ্য সৃষ্টিতে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

(ঢাকা টাইমস/১৭মার্চ//প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা