রেকর্ড ৬২ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে রিও ডি জেনেরিও

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৩:৪২| আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৪:০০
অ- অ+
তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিওর দুই বিখ্যাত সমুদ্র সৈকতে উপচেপড়া ভিড়

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ ব্রাজিল। গত রবিবার দেশটির বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী রিও ডি জেনেরিও’র তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

রিও ডি জেনেরিওভিত্তিক স্থানীয় আবহাওয়া দপ্তর আলের্তা রিও ওয়েদার সিস্টেম জানিয়েছে, ব্রাজিলের ইতিহাসে এর আগে একদিনে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত নভেম্বরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রিও ডি জেনেরিওর পশ্চিমাংশে ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস (১৪৪.১ ডিগ্রী ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করা হয়। তার পর থেকে অবশ্য তাপমাত্রা কমতে শুরু করেছে। সোমবার রিও ডি জেনেরিও এবং তার আশপাশের এলাকার গড় তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরম ও তাপপ্রবাহ থেকে বাঁচতে রিওর দুই বিখ্যাত সমুদ্র সৈকত ইপানেমা এবং কোপাকাবানায় রোববার ও সোমবার উপচেপড়া ভিড় ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রিও ডি জেনেরিওর কেন্দ্রীয় এলাকায় অবস্থিত একটি পার্কের প্রশাসনিক কর্মকর্তা র‌্যাকুয়েল কোরেইয়া এএফপিকে বলেন, ‘আমার ভয় হচ্ছে যে এই ধরনের আবহাওয়া হয়তো এখন থেকে নিয়মিতই দেখতে হবে আমাদের। কারণ রিও এবং তার আশপাশের এলকাগুলোতে বাড়িঘর নির্মাণের জন্য প্রতিদিন বনজঙ্গল উজাড় হচ্ছে।’

এদিকে ব্রাজিলের একাংশ যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে, তখন অন্য অংশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভারি বর্ষণ। দেশটির দক্ষিণাঞ্চলে রোববার থেকে শুরু হয়েছে ব্যাপক বর্ষণ এবং আগামী সপ্তাহে তা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া তথ্য সংস্থা মেটসুল এক সতর্ক বার্তায় বলেছে, ‘তীব্র বৃষ্টি ও ঝড়ের কারণে ব্রাজিলের মধ্য-দক্ষিণের জন্য আগামী সপ্তাহটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে মুষলধারে বৃষ্টি এবং সম্ভাব্য ঝড়ের সঙ্গে সঙ্গে আসবে তীব্র শীত।’

সূত্র: এএফপি, আলজাজিরা

(ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা