মাগুরায় কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ

মাগুরায় পাঁচ হাজার ৫০০ কৃষকদের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এ পাটবীজ বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পাটবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম।অনুষ্ঠানে জানানো হয়, প্রান্তিক কৃষকরা সময়মতো জমি প্রস্তুত করে পাটবীজ বপনের মাধ্যমে ফসল উৎপাদন করতে পারে সে লক্ষে এ পাট বীজ বিতরণ করা হচ্ছে। ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ এর আওতায় ২০২৪-২০২৫ মৌসুমে ৫ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিএডিসির তোষা জাতের পাট বীজ বিতরণ করা হচ্ছে।
(ঢাকা টাইমস/২০মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন