আইপিএলের উদ্বোধনীতে থাকছে তারার মেলা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৪:১৮
অ- অ+

অপেক্ষার পালা শেষ। আর কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ১৭তম আসরের। এবারের আসরে অংশ নিচ্ছে ১০ টি দল। আসরের উদ্বোধনী দিনেই আজ (শুক্রবার) সন্ধ্যায় ধোনির চেন্নাই বনাম বিরাট কোহলির আরসিবির ব্লকবাস্টার ম্যাচ। তার আগে আয়োজন করা হয়েছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

গেল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন ভারতীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিত সিং। সেবার চেন্নাই বনাম গুজরাটের উদ্বোধনী ম্যাচে অরিজিতের সুরের জাদুর পাশাপাশি দেখা গিয়েছিল তামান্না ভাটিয়া এবং রাশ্মিকা মান্ধানার অসাধারণ পারফরম্যান্স।

এবার উদ্বোধনীতে মাতাবেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এ আর রহমান। অবশ্য তিনি একা নন, জনপ্রিয় প্লেব্যাক কিংবদন্তি সোনু নিগমকেও সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে দেখা যাবে।

দুই তারকার গানের পাশাপাশি ডান্সফ্লোর মাতাতে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমার ও টাইগার শ্রুফকে। সর্বশেষ উইমেন্স প্রিমিয়ার লিগেও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দেখা গিয়েছিল। শাখরুখ খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার মতো তারকারা ডব্লিউপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতিয়েছিলেন।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর চেন্নাই বনাম বেঙ্গালুরুর ব্লকবাস্টার ম্যাচ মাঠে গড়াবে রাত ৮টায়।

(ঢাকাটাইমস/২২মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা