শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মামনা দিলো মাদারীপুর জেলা পরিষদ

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৪, ১৪:১৯

মাদারীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১২০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। এতে জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ফুলের তোড়া, উপহার সামগ্রী ও বার্ষিক ক্যালেন্ডার তুলে দেন ।

মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মীর মামুন অর রশিদ এর সভাপতিত্বে এবং সদস্য ও প্যানেল চেয়ারম্যান মহিউদদ্দিন খান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য মোহাম্মদ ইলিয়াছ হোসেন, সংরক্ষিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান আয়শা সিদ্দিকী, সংরক্ষিত সদস্য মোসা. রোকসানা পারভীন, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যরা।

এ সময় বক্তারা ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরেন এবং জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

(ঢাকাটাইমস/২৬মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :