কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ মার্চ ২০২৪, ২০:৪৭ | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ২০:২০

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ধানখেতে কাজ করার সময় বন্যহাতির কবলে পড়েন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার হারবাং ইউনিয়নের চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

নিহত বেলাল উদ্দিন (৫২) হারবাং ইউনিয়নের ভাণ্ডারীরডেবা এলাকার জহুর মল্লিক ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, নিজের ধানখেতে আগাছা পরিষ্কার করতে যান বেলাল উদ্দিন। দুপুরের পরপরই হঠাৎ একটি বন্যহাতি ছুটে এসে বেলাল উদ্দিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে বেলালের মৃত্যু হয়।

এ ঘটনায় কামাল নামের আরেক কৃষক আহত হয় বলে জানা যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

(ঢাকা টাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :