পাবনায় জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন, তদন্ত প্রতিবেদন জমা

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ২০:৩২

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে ভুয়া জন্মনিবন্ধন সনদ দেওয়ার ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। একই সঙ্গে ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা সচিব আওলাদ হাসানকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাবও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ মার্চ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ওই ইউনিয়ন পরিষদের সার্ভারে জন্মসনদটি ছিল। বিষয়টি জানাজানির পর দুপুর থেকে সার্ভারে জন্মসনদটি আর পাওয়া যায়নি।

জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম স্যারের নির্দেশে ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। পাবনার স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমানকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত শেষে তিনি আজ দুপুরের দিকে প্রতিবেদন জমা দিয়েছেন।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা সেটিরও জবাব দিয়েছেন। আমরা জেলা প্রশাসক স্যারের নিকট তাদের দেওয়া জবাব জমা দিয়েছি। তিনি দেখে মূলত ব্যবস্থা নিবেন। তবে শোকজের জবাব সন্তোষজনক দিয়েছেন নাকি অসন্তোষজনক দিয়েছেন তিনি জানাতে পারেননি।

পাবনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি সুজানগরের আহম্মদপুর ইউনিয়নে গিয়েছিলাম। সব বিষয় খোঁজখবর নিয়েছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি সেখানে বেশ কিছু অসঙ্গতি অনিয়ম পেয়েছি।

উল্লেখ্য, জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। নিয়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যকর তৈরি হয়। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :