চাঁদপুরে পানিতে ডুবে আপন ভাই বোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ২৩:৩৫
অ- অ+

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সামিউল (৪) ও সামিয়া (৩) নামে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার ফরিদকান্দি গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। সামিউল ও সামিয়া ওই বাড়ির মো. পারভেজ হাসানের সন্তান।

সামিউলের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় বিকালে বাড়িতে খেলা করছিল তারা। খেলতে গিয়ে এক সময় সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে পানিতে ভাসতে দেখে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিত্তিকা মজুমদার তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে আনার পূর্বেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করা হয়নি।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু তৌহিদী নয়, সব জনতাকেই নিয়ন্ত্রণ করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা
মির্জাপুরে আ.লীগ নেতা মীর লতিফ গ্রেপ্তার
বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্বামীর 
যুব মহিলা লীগের নেত্রী রিতা খান গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা