‘বুয়েটে অন্ধকার রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে’

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৮:২৫| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:৩৭
অ- অ+

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিরাজনীতির নামে প্রগতিশীল রাজনীতিকে দমিয়ে হিযবুত তাহরীরসহ উগ্রবাদী গোষ্ঠীর অন্ধকার রাজনীতি মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় বুয়েট শহীদ মিনারের সামনে জনাপাঁচেক শিক্ষার্থী জড়ো হয়ে এসব অভিযোগ করেন।

এই শিক্ষার্থীদের মুখপাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিক আলম বলেন, ‘চলমান আন্দোলনটি একটি আবেগকে ব্যবহার করে একটি অন্ধকার সংগঠনের ইন্ধনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিমুক্ত একটি সুন্দর ক্যাম্পাসে, যেখানে কিছুই হয়নি, সেখানে আন্দোলন করে কেন টার্ম ফাইনাল পরীক্ষা বন্ধ করে রাখা হচ্ছে?’

তার ভাষ্য, ‘আমরা কখনোই বলিনি আমরা বুয়েটে ছাত্ররাজনীতি চাচ্ছি কিংবা আমরা ছাত্ররাজনীতি করছি। বুয়েটের নিয়মের প্রতি আমাদের সম্মান আছে। তবে আমাদের কারো পরিবারে মুক্তিযোদ্ধা থাকলে কিংবা কারো বাবা আওয়ামী লীগ করলে, আমাদের বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে, হ্যারেস করা হচ্ছে।’

তিনি দাবি জানিয়ে বলেন, আমরা ক্যাম্পাসে সুষ্ঠুভাবে পড়াশুনা করতে চাই এবং পরীক্ষা দিতে চাই। যে যে মতাদর্শে বিশ্বাস করে করুক, তবে স্বাধীনতাবিরোধী কোনো চেতনাকে আমরা লাই দেব না।

এ ছাড়াও লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েটের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে আমাদের পক্ষে কেউ নিজের কোনো মতামত রাখতে গেলে তাকেও বুলিং এবং নানা ধরনের হুমকির শিকার হতে হয়।’

তারা বলেন, ‘এমন পরিস্থিতিই তৈরি হয়ে আছে যে আমরা যারা ভিকটিম যা কিছুই করতে যাই একটা গোষ্ঠীর কাছে সেই জবাবদিহিতা করা লাগছে।’

ওই শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ছাত্ররাজনীতিহীন বুয়েট ক্যাম্পাসে এখন প্রায় প্রকাশ্যেই হিজবুত তাহরীর তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেই নিষিদ্ধ সংগঠনের মানুষ তাদের স্বার্থ হাসিল করছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা