‘বুয়েটে অন্ধকার রাজনীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে’

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২২:৩৭ | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৮:২৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বিরাজনীতির নামে প্রগতিশীল রাজনীতিকে দমিয়ে হিযবুত তাহরীরসহ উগ্রবাদী গোষ্ঠীর অন্ধকার রাজনীতি মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকাল সাড়ে ৩টায় বুয়েট শহীদ মিনারের সামনে জনাপাঁচেক শিক্ষার্থী জড়ো হয়ে এসব অভিযোগ করেন।

এই শিক্ষার্থীদের মুখপাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিক আলম বলেন, ‘চলমান আন্দোলনটি একটি আবেগকে ব্যবহার করে একটি অন্ধকার সংগঠনের ইন্ধনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিমুক্ত একটি সুন্দর ক্যাম্পাসে, যেখানে কিছুই হয়নি, সেখানে আন্দোলন করে কেন টার্ম ফাইনাল পরীক্ষা বন্ধ করে রাখা হচ্ছে?’

তার ভাষ্য, ‘আমরা কখনোই বলিনি আমরা বুয়েটে ছাত্ররাজনীতি চাচ্ছি কিংবা আমরা ছাত্ররাজনীতি করছি। বুয়েটের নিয়মের প্রতি আমাদের সম্মান আছে। তবে আমাদের কারো পরিবারে মুক্তিযোদ্ধা থাকলে কিংবা কারো বাবা আওয়ামী লীগ করলে, আমাদের বিভিন্নভাবে বুলিং করা হচ্ছে, হ্যারেস করা হচ্ছে।’

তিনি দাবি জানিয়ে বলেন, আমরা ক্যাম্পাসে সুষ্ঠুভাবে পড়াশুনা করতে চাই এবং পরীক্ষা দিতে চাই। যে যে মতাদর্শে বিশ্বাস করে করুক, তবে স্বাধীনতাবিরোধী কোনো চেতনাকে আমরা লাই দেব না।

এ ছাড়াও লিখিত বক্তব্যে ওই শিক্ষার্থীরা বলেন, ‘বুয়েটের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপগুলোতে আমাদের পক্ষে কেউ নিজের কোনো মতামত রাখতে গেলে তাকেও বুলিং এবং নানা ধরনের হুমকির শিকার হতে হয়।’

তারা বলেন, ‘এমন পরিস্থিতিই তৈরি হয়ে আছে যে আমরা যারা ভিকটিম যা কিছুই করতে যাই একটা গোষ্ঠীর কাছে সেই জবাবদিহিতা করা লাগছে।’

ওই শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ছাত্ররাজনীতিহীন বুয়েট ক্যাম্পাসে এখন প্রায় প্রকাশ্যেই হিজবুত তাহরীর তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং সেই নিষিদ্ধ সংগঠনের মানুষ তাদের স্বার্থ হাসিল করছে সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসকে/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা বেরোবি প্রশাসনের

কোটা আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের সহযোগিতার নির্দেশ জবি উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চাকরি ছাড়লেন জাবি শিক্ষক জাহিদুল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির আরও ৪ পরীক্ষা স্থগিত

এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা ১১ আগস্টের পর

সুনসান নীরবতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ চবি শিক্ষকদের

ইসলামী বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা শিক্ষার্থীদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :