গ্যারেজে ১৪ ভলভো বাস পুড়ে ছাই: ফায়ারের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:২১ | প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ১৯:৫৮

রাজধানীর ডেমরার ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেসের ১৪ ভলভো বাস আগুনে পোড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

আগেরদিন সোমবার রাতে অগ্নিকাণ্ডের পর আজ মঙ্গলবার এই তদন্ত কমিটি করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

একইদিন রাতে ফায়ার সার্ভিস সদরদপ্তরের উপ-পরিচালক (মিডিয়া) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১ এপ্রিল ডেমরার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার বিষয়ে তিনসদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিনকে।

বাকি ২ সদস্য হলেন সদস্য সচিব ডিএডি মো. শামসুজ্জোহা এবং সদস্য ডেমরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণি।

আগামী ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে একইদিন দুপুরে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, আগুনের এই ঘটনা স্বাভাবিক নাকি নাশকতা, তা খুঁজতে র‌্যাবের গোয়েন্দারা কাজ করছেন।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এসএস/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :