মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় চারজনের কারাদণ্ড ​​​​

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৪
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর চর থেকে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার গোড়াই ইউনিয়নের পালপাড়া ও খামারপাড়া এলাকার বংশাই নদীর চরে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নুরুল আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ইউএনও'র সঙ্গে ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ইব্রাহিম মিয়ার ছেলে আনোয়ার (৪০), আব্দুল শেখের ছেলে মো. মামুন রানা (২০), লিকু দেওয়ানের ছেলে রাব্বি দেওয়ান (৩০) ও আনিছুর রহমানের ছেলে কাজল দেওয়ান (৩০)।

ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম।

(ঢাকাটাইমস/০৫এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা