বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:০৯| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:২৭
অ- অ+

বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মোটরশ্রমিক ইউনিয়নের নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকাল সোয়া ১০টায় সদর উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা) নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইন আলমগীর (৫০), অপরজনের নাম হান্নান।

জানা গেছে, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার আগে কারটি বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আমরা এখন পর্যন্ত দুইজনের নাম জানতে পেরেছি। নারীসহ আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই জম্মু-কাশ্মীরে ফের বিস্ফোরণ
বিএনপির কাছে সবার আগে বাংলাদেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব: মুন্না
শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা
ভৈরবে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে তিন প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা