ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে।
বুধবার সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের মাধ্যমে ছুটি শুরু হয়েছে। তবে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম চলমান রয়েছে।
এ তথ্য জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
তিনি জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পাঁচ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-
পূর্বাঞ্চলে প্রতিদিন হিমায়িত মাছ, প্লাস্টিক, রড, সিমেন্ট ও বিভিন্ন খাদ্যসামগ্রী রপ্তানি করা হয়।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন