সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় হত্যা মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ০৮:৩০| আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৯:০২
অ- অ+

রাজধানীর সদরঘাটে ভয়ানক লঞ্চ দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনায় অবহেলাজনিত (৩০৪ ধারায়) একটি হত্যা মামলা দায়ের করেছেন নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার রাত ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় উপস্থিত হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, অবহেলাজনিত বেপরোয়া ও দ্রুত গতিতে লঞ্চ চালানোর ফলে এমবি তাসরিফ-৪ এবং পুরাতন রশি ব্যবহার করার ফলে এমবি তাসরিফ-৬ লঞ্চের রশি ছিঁড়ে যায়। এই ঘটনায় এমবি ফারহান-৬ এর প্রথম শ্রেণির মাস্টার আসামি মো. আব্দুর রউফ লাল হাওলাদার (৫৪), দ্বিতীয় শ্রেণির মাস্টার মো. সেলিম হাওলাদার (৫৪), ম্যানেজার মো. ফারুক খান (৭০) এবং এমবি তাসরিফ-৪ এর প্রথম শ্রেণির মাস্টার আসামি মো. মিজানুর রহমান (৪৮), দ্বিতীয় শ্রেণির মাস্টার আসামি মো. মনিরুজ্জামান (২৭) আউটার এমবি তাসরিফ (এম নং০১১২৬৪) ও এমবি ফারহান ৬ (এম নং ৯৯৯৬) দুই লঞ্চের মোট পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

বৃহস্পতিবার বিকালে সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে পন্টুনে থাকা পাঁচ যাত্রী নিহত হন। এর মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু। এ ঘটনায় লঞ্চের দুজন চালকসহ পাঁচজনকে আটক করেছে নৌপুলিশ। এছাড়া এমভি ফারহান-৬ ও এমভি তাশরিফ-৪ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

এদিন ১১ নম্বর পন্টুনের সামনে এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামক দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান-৬ নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচ জন যাত্রী লঞ্চে ওঠার সময় গুরুতর আহত হয়।

ঘটনার পর আহতদের দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২এপ্রিল/এএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা