বিএনপি নেতা মোশাররফ এবং আলালের বাসায় মির্জা আব্বাস
দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং কারামুক্ত যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার বিকালে প্রথমে খন্দকার মোশাররফ হোসেনের বনানীস্থ বাসভবনে যান মির্জা আব্বাস। এ সময় তিনি খন্দকার মোশারফ হোসেনের শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন।
গত বছরের ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক খন্দকার মোশাররফ। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন। এরপর সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা শেষে গতবছরের ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন। সে যাত্রায় প্রায় আড়াই মাস সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।
মির্জা আব্বাস পরে বিএনপির কারামুক্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় যান।
দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়সহ সার্বিক খোঁজখবর নেওয়ার জন্যই মির্জা আব্বাস তাদের বাসভবনে যান।
(ঢাকাটাইমস/১২এপ্রিল/জেবি/এফএ)