বাংলা বর্ষবরণে প্রস্তুত রমনার বটমূল, নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

তাওহিদুল ইসলাম, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১৩:১০| আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৪:৪৭
অ- অ+

বাংলা নতুন বছর ১৪৩১ সাল বরণে প্রস্তুত ঐতিহ্যবাহী রমনা বটমূল। রবিবার বর্ষবরণ অনুষ্ঠান নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলা বর্ষবরণে চারুকলার মঙ্গল শোভাযাত্রা ও রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে। বটমূলে চলছে রিহার্সেল।

নাম প্রকাশে অনিচ্ছুক ছায়ানটের এক কার্যকরী সদস্য ঢাকা টাইমসকে বলেন, আমাদের প্রস্তুতি শেষের দিকে। মঞ্চে শিল্পীরা রিহার্সেল করছেন।

শনিবার রমনার বটমূলে সরজমিন ঘুরে দেখা যায়, বর্ষবরণকে কেন্দ্র করে পুলিশ-র‌্যাবের গোয়েন্দাসহ বিভিন্ন সংস্থার সাদা পোশাকধারী গোয়েন্দারা অনুষ্ঠানস্থল ও আশেপাশের এলাকায় কাজ করছে। পুরো রমনা পার্কসহ আশেপাশের এলাকাগুলোকে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নিরাপত্তায় কাজ করছে র‌্যাবের ডগস্কোয়াড, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

নিরাপত্তার বিষয় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রমনার অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের হামলার আশঙ্কা নেই। নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্ষবরণ অনুষ্ঠানস্থলে বিকাল পাঁচটার পর কেউ প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার আগে সকল অনুষ্ঠান সম্পন্ন করতে হবে।

কমিশনার বলেন, নিরাপত্তায় সিসি টিভি, ওয়াচ টাওয়ার, ড্রোন ভিউ, ভিডিও ক্যামেরা, এসবির ইকুইপমেন্ট, ডগস্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে বলেও জানান তিনি।

র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেন, বাংলা নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। যেকোনো ধরনে নাশকতা ন্যাৎসাত করে দিতে র‌্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, নববর্ষের সার্বিক নিরাপত্তার র‌্যাব সারাদেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‌্যাবের সদস্যরা মোতায়ন থাকবে।

নববর্ষ উপলক্ষে টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, পূর্বাচলসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে, সেসব এলাকায় পর্যাপ্ত সংখ্যক চেক পোস্ট, টহলসহ সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

খুরশীদ হোসেন বলেন, নাশকতা মূলক যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত টহল মোতায়েন, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সকল উদ্ভুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করা হবে।

তিনি বলেন, ভার্চুয়াল জগতে যাতে নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনে গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার মনিটরিংয়ের মাধ্যামে র‌্যাব সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।

এবারো গানে-কবিতায় নতুন বছরকে বরণ করবে ছায়ানট। প্রকৃতির গান, মানবপ্রেম ও দেশপ্রেমের জাগরণী সুরের মূর্ছনায় নতুন বছরের প্রথম সকাল রাঙাতে প্রস্তুত ছায়ানট।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/টিআই/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা