ইরানের বেশির ভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২৪, ১০:৫৭| আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১১:১০
অ- অ+

ইসরায়েল এবং তার মিত্ররা ইরানের ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে বলে দাবি করা হয়েছে।

দেশটি বলেছে, দক্ষিণ ইসরায়েলের একটি আইডিএফ ঘাঁটিসহ এর ভূখণ্ডে অল্প সংখ্যক হিট হয়েছে, যখন একজন আহত হয়েছেন।

ইরানের অভূতপূর্ব প্রতিশোধমূলক আক্রমণ প্রথমবারের মতো ইসরায়েলকে তার নিজের মাটি থেকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে।

ইসরায়েলজুড়ে সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমের ওপরে বিকট বিস্ফোরবিমান প্রতিরক্ষা ব্যবস্থা শহরের ওপর দিয়ে বস্তুগুলোকে গুলি করে।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ইসরায়েলের জন্য আমেরিকার সমর্থন ‘লৌহবর্ম’। মার্কিন যুক্তরাষ্ট্র ‘প্রায় সমস্ত আগত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নামাতে সাহায্য করেছে’।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস এ হামলার নিন্দা করে বলেছেন, এই অঞ্চলে অতিরিক্ত আরএএফ জেট মোতায়েন করা হয়েছে।

ইরান আগে সতর্ক করেছিল যে ১ এপ্রিল সিরিয়ায় তার কনস্যুলেটে হামলার জন্য ইসরাইলকে ‘শাস্তি’ দেওয়া হবে।

শনিবার ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক ড্রোন দিয়ে হামলা শুরু করে ইরান। ইরানের রেভোল্যুশনারি গার্ডের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সে দেশের গণমাধ্যম।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে সরকারি চাল উদ্ধার, গ্রাম পুলিশ আটক
আড়ম্বর আয়োজনে আরআরএফের দুই কর্মকর্তাকে বিদায় জানালেন ঢাকা রেঞ্জ ডিআইজি
এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রোরাল কলেজ গঠনে এবি পার্টি সম্মত
ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি: আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা